প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | অর্থনীতি ডেস্ক
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। তিনি বলেন, “আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়তে হবে।”
মেলার সমাপনীতে মূল বক্তব্য
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ‘অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫—রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেলার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), সহযোগিতায় ছিল বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
অর্থনীতিতে নীতি সহায়তার সীমাবদ্ধতা
সেখ বশির উদ্দিন বলেন, “আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগোতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। দেশে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো খাত পলিসি সাপোর্ট নিয়ে সফল হতে পারেনি।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পূর্বে এ দেশে নানা শিল্প প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, এবং বারবিডা সভাপতি আব্দুল হক প্রমুখ।
মেলার বিবরণ
-
দুই দিনব্যাপী এ মেলা শুরু হয় শনিবার।
-
ভেন্যু: নাবিস্কো বাসস্ট্যান্ডের কাছে এডিসন প্রাইম ভবনে বিসিআই অফিস ভবনের টপ ফ্লোর।
-
অংশগ্রহণ: কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং ১২টি শিল্প-সহায়ক প্রতিষ্ঠান।
-
উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
