মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, রোববার

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল অনূর্ধ্ব–২০ দল। শনিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১–০ গোলে পরাজিত হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

🔹 ম্যাচের সারসংক্ষেপ

সান্তিয়াগোর ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ৪৭তম মিনিটে স্পেনের ইকার ব্রাভো দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই একমাত্র গোলেই জয় পায় স্পেন।

ব্রাজিল পুরো ম্যাচে ১৪টি শট নিলেও লক্ষ্যভেদ করতে পেরেছে মাত্র তিনবার। বিপরীতে স্পেনের ১৩ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। গোল না পাওয়ায় শেষ পর্যন্ত হতাশায় ভর করেছে ব্রাজিল শিবির।

🔹 বিদায়ের বেদনা

এই হারে তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ইতিহাসে এটি ব্রাজিলের সবচেয়ে বাজে পারফরম্যান্স।
১৯৭৭ সালে টুর্নামেন্ট শুরুর পর ২০ বারের অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন ও ৪ বার রানার্সআপ হওয়া ব্রাজিল আগে কখনোই গ্রুপ পর্বে বাদ পড়েনি।

ব্রাজিলের কোচ র‍্যামন মেনেজেস ম্যাচ শেষে বলেন,

“আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আমরা এগোব।”

🔹 অন্যদিকে আর্জেন্টিনার উত্থান

অন্য ম্যাচে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল ১–০ গোলে ইতালিকে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে। ৭৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন দিলান গোরোসিতো

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সংগ্রহ ৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ইতালির ৪। সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৭ সালে।

এছাড়া শেষ ষোলো নিশ্চিত করেছে—

  • ‘এ’ গ্রুপ থেকে: জাপান ও চিলি

  • ‘বি’ গ্রুপ থেকে: ইউক্রেন ও প্যারাগুয়ে

  • ‘সি’ গ্রুপ থেকে: মরক্কো ও মেক্সিকো

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version