প্রকাশিত: রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে এক রিসোর্টে নাটকের শুটিংয়ের কথা বলে এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মডেল নিজেই থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর প্রশাসন রিসোর্টটিতে অভিযান চালিয়ে কার্যক্রম স্থগিত করেছে।
অভিযানে আটক ১৮ জন
মামলার পর ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে রিসোর্টটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
-
দণ্ডবিধির ২৯০ ধারায় অপরাধের দায়ে দুই নারীকে আটক করা হয়।
-
দুইজনকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়।
-
সরকারী সম্পদ ধ্বংস, আত্মসাৎ, পুলিশের কাজে বাঁধা, হুমকি-ধমকি এবং অন্যান্য আইন ভঙ্গের দায়ে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ বাকিদের আটক করা হয়।
প্রশাসনের পদক্ষেপ
অভিযানের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিসোর্টটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
পুলিশের বক্তব্য
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ইত্তেফাককে জানান, “ধর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”
