প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার |
ঢাকা প্রতিবেদক
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও লাগোয়া রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শিয়ালবাড়ি এলাকার সাততলা একটি ভবনে আগুনের সূত্রপাত ঘটে। ভবনটিতে আরএন ফ্যাশন নামের পোশাক কারখানা ও তার পাশেই একটি রাসায়নিকের গুদাম ছিল।
আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১২টি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে, তবে ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান এখনো চলছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “যে রাসায়নিকের গুদামে আগুন লেগেছে সেটির সরকারি অনুমোদন ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুদামটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
অগ্নিকাণ্ডস্থলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিখোঁজদের সন্ধানে কেউ কেউ হাতে ছবি নিয়ে ছুটছেন এক দিক থেকে অন্য দিকে। এক শিশুর কান্নায় ভরে ওঠে আশপাশের এলাকা— তার পরিবারের সদস্যরা ছিলেন আগুনে আটকে।
চোখের সামনে আগুনে পুড়তে থাকা ভবনের দিকে তাকিয়ে অনেকেই অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন। কেউ কেউ মাটিতে বসে কাঁদছেন, আবার কেউ দমকলকর্মীদের কাছে প্রার্থনা করছেন প্রিয়জনদের খুঁজে দেওয়ার জন্য।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
									 
					