মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত (বিবিসি)। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের অর্থায়নে এবং বাংলাদেশ শমরিতা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে।

আলোচনা সভা

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) কুয়েতের সালমিয়া শহরের মিক্স ইয়াকি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিবিসি কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী। সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতা, প্রকৌশলী, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিবিসির সহসভাপতি মো. আকবর হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “একতাই বল, যদি স্বদিচ্ছা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। কর্ম করতে হবে, তবেই তার ফল পাবেন।”

সভাপতি লুতফুর রহমান মুখাই আলী বলেন, “একাই অনেক কিছু করা সম্ভব, তবে সম্মিলিত প্রচেষ্টায় কিছু করতে পারলে সেটির গুরুত্ব অপরিসীম।” তিনি কুয়েতে বাংলাদেশিদের মালিকানাধীন হাসপাতাল প্রতিষ্ঠায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম বলেন, “উদ্যোগ নেবে দুই-একজন, কিন্তু এতে অন্তত সবার সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।” তিনি উপস্থিত সবাইকে মৌখিক মতামতের পাশাপাশি লিখিতভাবে নিজেদের সমর্থন ও হাসপাতাল প্রতিষ্ঠায় অংশগ্রহণের ইচ্ছা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রেক্ষাপট

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বর্তমানে তিন লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে সেখানে প্রবাসীরা স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবি জানিয়ে আসছেন। প্রবাসীদের অর্থায়নে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা হলে কুয়েত প্রবাসীদের চিকিৎসা-সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন আয়োজকরা।

👉 বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুয়েতে বাংলাদেশি কমিউনিটির জন্য এটি হবে একটি ঐতিহাসিক মাইলফলক।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version