প্রকাশিত: রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ নারী ও ৬ শিশু রয়েছেন। এ ঘটনায় ভারতীয় পুলিশ মামলা করেছে, যেখানে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষ নেতাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
কী ঘটেছিল সমাবেশে
গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। অতিরিক্ত গরম ও হুড়োহুড়ির কারণে একপর্যায়ে বিশৃঙ্খলা দেখা দেয়, যা পদদলিত হয়ে বহু প্রাণহানির ঘটনায় পরিণত হয়।
মামলা ও অভিযোগ
-
মামলায় টিভিকের সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
-
তাঁদের বিরুদ্ধে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা, সরকারি কর্মকর্তাদের নির্দেশনা অমান্য এবং তামিলনাড়ু পাবলিক প্রপার্টি (ক্ষয়ক্ষতি প্রতিরোধ) আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ক্ষতিপূরণের ঘোষণা
-
বিজয় তাঁর দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
-
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে।
প্রতিক্রিয়া ও তদন্ত
থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে পুলিশের নির্দেশনা মেনে চলা হয়েছিল।
অন্যদিকে মুখ্যমন্ত্রী স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এ ঘটনার তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়েছে।
