প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
১৭ বছর পর বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক জোটগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে মতপার্থক্য থাকা স্বাভাবিক, আর সেটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
তিনি বলেন, “বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিলে সেটা সমস্যা—অর্থাৎ বিএনপিকে অ্যাগ্রি করতে হবে সবার সঙ্গে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনো বিষয়ে একমত না হয়, তাহলে বেঠিক! এটি তো গণতন্ত্র হলো না।”
বিবিসি বাংলা সোমবার সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশ করে, এবং মঙ্গলবার দ্বিতীয় ও শেষ পর্ব প্রকাশ করেছে। এই পর্বে তারেক রহমান সংস্কার, ওয়ান–ইলেভেন, ভারতের সঙ্গে সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতামত জানান।
🔹 ‘এটাই তো গণতন্ত্র’
সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,
“আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি যদি অন্যের সঙ্গে দ্বিমত করি, তাহলে গণতন্ত্র নয়—এটা কেমন গণতন্ত্র? কারণ, গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে। আমরা অনেক ব্যাপারেই একমত হব, কিন্তু সব ব্যাপারে একমত হব না। কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র, এটাই তো এসেন্স অব গণতন্ত্র।”
তিনি আরও জানান, সংস্কার ইস্যুতে বিএনপি কোনো কিছু “হাইড অ্যান্ড সিক” করছে না।
“আমি যেটা মনে করছি ঠিক না, আমি সেটা বলছি। এটাই আমাদের অবস্থান,”—যোগ করেন তারেক রহমান।
🔹 ‘সংস্কারের কথা আমরাই প্রথম বলেছি’
বিএনপির নীতিনির্ধারণী অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান বলেন,
“এই যে এখন রাষ্ট্র মেরামতের কথা সবাই বলছে—একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবেন না—এসব বিষয় আমরা তখনও বলেছিলাম, যখন বাংলাদেশে স্বৈরাচার চলছিল। তাদের চোখের দিকে তাকিয়ে বিএনপি সংস্কারের কথা বলেছে। এখন অনেকে সংস্কারের কথা বললেও সেদিন সংস্কারের ‘স’-ও কেউ বলেননি।”
🔹 প্রেক্ষাপট
সাম্প্রতিক সময়ে নতুন সরকারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার নিয়ে গঠিত বিভিন্ন জোটের সঙ্গে বিএনপির নীতি–অবস্থানে মতপার্থক্যের খবর এসেছে। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে তারেক রহমানের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিবিসি বাংলায় প্রকাশিত এই সাক্ষাৎকারকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির কৌশলগত দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
সূত্র: বিবিসি বাংলা (সাক্ষাৎকার প্রকাশের তারিখ: ৬–৭ অক্টোবর ২০২৫)
									 
					