প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, রোববার | ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান বলেন,
“বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”
গ্রেপ্তারের পর তাকে ডিবির মিন্টু রোড কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ ও মধ্য পর্যায়ের নেতা–কর্মীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে।
