প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ঢাকা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর প্রচারণা সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে ডাকসু আচরণবিধি টাস্কফোর্স। বুধবার (২৭ আগস্ট) রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আচরণবিধির নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধির ধারা–৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কেবল সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিতরণ করা যাবে। অন্য কোনো মাধ্যমে যেমন—
-
পিভিসি,
-
কাপড়,
-
ব্যানার,
-
ফেস্টুন বা বোর্ড টাঙানো যাবে না।
ব্যানার-ফেস্টুন সরানোর সময়সীমা
ইতোমধ্যে যারা ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে বুধবার বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আচরণবিধি মেনে চলার আহ্বান
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে।
👉 পাঠক, আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনে ব্যানার-ফেস্টুন নিষিদ্ধকরণে প্রচারণা স্বচ্ছ ও সুষ্ঠু হবে?