প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রার্থী আবিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি দাবি করেন, অমর একুশে হল ও রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পাল্টা হিসেবে ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
আবিদুল ইসলামের অভিযোগ
আবিদুল ইসলাম বলেন—
-
দুপুরের দিকে অমর একুশে হল ও রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।
-
তিনি সরেজমিনে গিয়ে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
-
নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
আবিদুল আরও বলেন,
“আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চেয়েছিলাম। কিন্তু দুপুরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়েছে। আমি ভোটাধিকার প্রয়োগ করলেও পরিবেশ আমার কাছে সুবিধাজনক মনে হয়নি। গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে হরণ করার নতুন খেলা চলছে।”
তিনি অভিযোগ করেন, সকাল থেকে তাকে টার্গেট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কিছু মূলধারার গণমাধ্যম তথ্য যাচাই না করে প্রকাশ করেছে যে, তিনি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছেন। কিন্তু ডাকসুর ২০২৫ সালের গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী ও তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশের বৈধ অধিকার রয়েছে।
পাল্টা অভিযোগ
অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ ছাত্রদলের বিরুদ্ধে কারচুপির পাল্টা অভিযোগ করেছেন। তাদের দাবি, ছাত্রদল নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করছে এবং পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছে।