প্রকাশের তারিখ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়,
“সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”
আবহাওয়ার সিনপটিক অবস্থা:
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি বিহার ও পশ্চিমবঙ্গ এলাকায় গুরুত্বহীন অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরামর্শ:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষণপ্রবণ অঞ্চলে নিম্নাঞ্চলগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাই জনগণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনবোধে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
									 
					