বৃহস্পতিবার, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি শ্রমিক। চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে কাজের অনুমতি পেয়েছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি নাগরিক

সংসদে তথ্য প্রকাশ

সোমবার (২৫ আগস্ট) মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিক সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পরদিন (২৬ আগস্ট) দেশটির গণমাধ্যম দ্য স্টার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশিদের অবস্থান

  • ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় স্বল্পদক্ষ শ্রমিকের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছেন বাংলাদেশ থেকে।

  • করোনা মহামারির পর ২০২২ সালে শ্রমবাজার উন্মুক্ত হলে ওই বছরই দেশটিতে যান ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি

  • ২০২৩ সালে নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ পরিকল্পনার আওতায় নতুন করে প্রবেশ করেন ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি

ফেরত পাঠানো ও আটক

  • ২০২২ সালে ২০ হাজার ৩৩১ বাংলাদেশিকে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠান।

  • ২০২৩ সালে ফেরত যান আরও ২৩ হাজার ৬৫ জন

  • অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ বাংলাদেশি কর্মীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

প্রেক্ষাপট

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল অর্থনীতি গড়ে উঠেছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, প্ল্যান্টেশন ও উৎপাদন খাতে বাংলাদেশি কর্মীরা বড় ভূমিকা রাখছেন। শ্রমবাজার উন্মুক্ত থাকায় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version