ঢাকা, ২১ মে ২০২৫:
অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা-পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ডেমরার সারুলিয়ার আমতলায় অবস্থিত নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করে। পরে ওই নারী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
নোবেলের পরিচিতি ও বিতর্ক
মাঈনুল আহসান নোবেল ২০১৯ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সারেগামাপা’-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তরুণ শ্রোতাদের মধ্যে তিনি একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অভিযোগের কারণে নোবেল প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন।
এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে।
পরবর্তী আইনগত প্রক্রিয়া
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং যথাযথ প্রক্রিয়া অনুযায়ী নোবেলকে আদালতে হাজির করা হবে। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ের বক্তব্য যাচাই-বাছাই করে মামলার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।
									 
					