প্রকাশের তারিখ:
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই নতুন করে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও সীমান্তে হামলা ও প্রাণহানির ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বৃদ্ধি পেয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় আটজন ক্রিকেটারও রয়েছেন।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংঘর্ষ অব্যাহত
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ শুক্রবার গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা ১টায় শেষ হওয়ার কথা ছিল।
তবে দুই দেশের কূটনীতিকেরা জানিয়েছেন, উভয় পক্ষই মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়াতে সম্মত হয়েছে।
এরপরই আফগান কর্মকর্তারা দাবি করেন, পাকিস্তানি সেনারা দক্ষিণ–পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র মোহাম্মদউল্লাহ আমিনি মাউয়িআ বলেন, পাকতিকা ও সীমান্তসংলগ্ন এলাকায় একাধিক বোমা হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিমান হামলায় স্থানীয় ক্রিকেটারসহ নিহত ১০
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইয়েদ নাসিম সাদাতের বরাতে জানা গেছে, উরগুন এলাকায় বিমান হামলায় আটজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তারা একটি স্থানীয় ম্যাচ শেষে ফেরার পথে বোমা হামলার শিকার হন।
পাকতিকা প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের দাবি: টিটিপির হামলার জবাব
অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, আফগান সীমান্তে থাকা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের মির আলী শহরে একটি সামরিক কম্পাউন্ডে পাকিস্তান তালেবান (টিটিপি) আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় বলে জানায় ইসলামাবাদ।
রয়টার্সের খবরে বলা হয়, ওই হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সরকারি টেলিভিশন জিও নিউজের খবরে বলা হয়, হামলায় টিটিপির চারজন সদস্য নিহত হয়েছে, কিন্তু সেনাদের কোনো ক্ষতি হয়নি।
দোহায় আলোচনার প্রস্তুতি
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবেন। পাকিস্তানি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে এবং আফগান প্রতিনিধি দল শনিবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।
সারসংক্ষেপ
- 
নতুন করে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই দেশ
 - 
যুদ্ধবিরতির পরও পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১০ নিহত
 - 
নিহতদের মধ্যে ৮ স্থানীয় ক্রিকেটার
 - 
পাকিস্তানের দাবি, টিটিপি হামলার জবাবেই অভিযান
 - 
দোহায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ ও কাবুল
 
সূত্র: রয়টার্স, এএফপি, এপি, জিও নিউজ
									 
					