নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন | কুড়িগ্রাম, ২ জুলাই ২০২৫:
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না। আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না—সেটা নিশ্চিত করতে চাই।”
বুধবার (২ জুলাই) কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গ টেনে ঘটনার তীব্র সমালোচনা করেন।
‘গণ-অভ্যুত্থান আবারও তৈরি হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে’
নাহিদ ইসলাম বলেন, “যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। এদেশের জনগণ আর কোনো অন্যায় সহ্য করবে না। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।”
আঞ্চলিক বৈষম্যের অভিযোগ, কুড়িগ্রামে উন্নয়নের আহ্বান
কুড়িগ্রামকে বৈষম্যের শিকার উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী, অবহেলিত ও অর্থনৈতিকভাবে বঞ্চিত জেলা। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই। কুড়িগ্রামের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি ঘোষণা দেন, কুড়িগ্রামের উন্নয়নে এনসিপির পক্ষ থেকে কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদকে সক্রিয় রাখা হবে।
পদযাত্রায় ব্যাপক সাড়া
জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজারহাটে পৌঁছালে শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এনসিপি নেতাদের স্বাগত জানান। এরপর কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে শাপলা চত্বরে যান নাহিদ ইসলাম। সেখানে তিনি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
আরও নেতৃবৃন্দের বক্তব্য
সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ এবং কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
এনসিপি সূত্রে জানা গেছে, বিকেল নাগাদ কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে তাঁরা লালমনিরহাটের কর্মসূচিতে যোগ দেবেন।
									 
					