প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না। আল্লাহ্ রব্বুল আলামিন ছাড়া কারও সে শক্তি নেই।”
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে বক্তব্য
সালাহউদ্দিন আহমেদ বলেন,
-
“যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, তারা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
-
“গণতন্ত্রের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতি ঐক্যবদ্ধ আন্দোলনে লিপ্ত ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে।”
-
“আজ গণতান্ত্রিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই নির্বাচন নিয়ে কেউ যেন ধোঁয়াশা সৃষ্টি না করে।”
তিনি আরও উল্লেখ করেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে— পিআর পদ্ধতির নির্বাচন না হলে তারা বাংলাদেশে নির্বাচন হতে দেবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই।”
দীর্ঘ ১১ বছর পর সম্মেলন
নেত্রকোনায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
উপস্থিত নেতারা
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
-
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,
-
বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,
-
জাতীয় নির্বাহী কমিটি সদস্য লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।