প্রকাশিত: রবিবার, ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রবিবার পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিকেল ৪টা ৩০ মিনিটে জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপির সঙ্গে বৈঠকটি দুপুর ৩টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন—
- 
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 - 
নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই।
 - 
কোনো ষড়যন্ত্রও এ নির্বাচন ব্যাহত করতে পারবে না।
 - 
ইতোমধ্যে পুলিশকে নিয়মিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 - 
সরকার বিশ্বাস করে, নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সন্তোষজনক।
 
নির্বাচন আয়োজনের সময়সূচি
গত ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।
এদিকে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের লক্ষ্য, নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা।
									 
					