প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সর্ব মিত্র চাকমা।
বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ঘোষিত ফল অনুযায়ী, সর্ব মিত্র চাকমা ৮ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন। তিনি কার্যনির্বাহী সদস্য পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী।
একই পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন একই প্যানেলের সাবিকুন নাহার তামান্না, যিনি পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট।
সামগ্রিক ফলাফল
এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস এবং সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
অন্যদিকে, তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মোট ১৩টি কার্যনির্বাহী সদস্যপদের ফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন,
“সার্বিকভাবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে এবারের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।”