প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯টিতে জয়ী হয়েছেন তারা। দীর্ঘ সাড়ে ১৫ বছর পর ক্যাম্পাসে প্রকাশ্যে সংগঠনিক কার্যক্রম চালুর এক বছরের মাথায় শিবিরের প্রার্থীরা এই সাফল্য পেলেন।
শীর্ষ তিন পদে শিবিরের বিজয়
-
ভিপি (সহসভাপতি): শিবির নেতা আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট।
-
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
-
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন: ৩,৮৮৩ ভোট।
-
স্বতন্ত্র ঐক্য প্যানেলের উমামা ফাতেমা: ৩,৩৮৯ ভোট।
-
বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল কাদের: ১,১০৩ ভোট।
-
প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি: ৬৮ ভোট।
-
-
জিএস (সাধারণ সম্পাদক): শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট।
-
ছাত্রদলের শেখ তানভীর বারি হামিম: ৫,২৮৩ ভোট।
-
প্রতিরোধ পর্ষদ/ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু: ৪,৯৪৯ ভোট।
-
-
এজিএস (সহসাধারণ সম্পাদক): শিবিরের মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট।
-
ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ: ৫,০৬৪ ভোট।
-
স্বতন্ত্র তাহমীদ আল মুদাসসীর: ৩,০০৮ ভোট।
-
সম্পাদক পদে জয়-পরাজয়
শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক, ছাত্র পরিবহন, ক্রীড়া, কমনরুম ও ক্যাফেটেরিয়া, মানবাধিকার ও আইন, স্বাস্থ্য ও পরিবেশ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে জয়ী হয়েছেন।
অন্যদিকে, সমাজসেবা সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র সানজিদা আহমেদ তন্বি।
ফল প্রত্যাখ্যান ও কারচুপির অভিযোগ
ভোট শেষে বিজয়ী ফলাফল ঘোষণার পরপরই নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা ফলাফল বর্জনের ঘোষণা দেন। একই অভিযোগ তুলেছেন ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারি হামিম।
ভোট গণনা চলাকালে রাতেই ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। টিএসসি ও কয়েকটি কেন্দ্রের সামনে ছাত্রদল–শিবির কর্মীদের মধ্যে স্লোগান ও হট্টগোলের ঘটনা ঘটে।
প্রশাসনের সন্তুষ্টি
তবে নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ফল ঘোষণার সময় তিনি বলেন,
“এই ডাকসুর মাধ্যমে আমরা একটি সুন্দর মডেল তৈরি করতে পেরেছি, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের জন্য অনুসরণযোগ্য হতে পারে।”
প্রেক্ষাপট
দীর্ঘদিন ক্যাম্পাসে নিষ্ক্রিয় থাকার পর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আবারও সক্রিয় হয় ইসলামী ছাত্রশিবির। প্রকাশ্যে কার্যক্রম শুরু করার মাত্র এক বছরের মাথায় ডাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা বড় ধরনের সাফল্য পেল।