মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা প্রবাসীদের প্রদান করা হবে ‘অভিবাসী দিবস পুরস্কার’।

আবেদন প্রক্রিয়া

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রবাসীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। এ জন্য আবেদনকারীদের দিতে হবে—

  • ব্যক্তিগত তথ্য

  • পাসপোর্ট নম্বর

  • স্থায়ী ও বর্তমান ঠিকানা

  • পাসপোর্ট সাইজ ছবি

  • পেশাগত পরিচিতি

  • অর্জন/অবদানের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দে)

  • প্রাসঙ্গিক প্রমাণাদি

আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া (No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur) অথবা ই-মেইলে: mission.kualalumpur@mofa.gov.bd এবং fs.bhc.kl@gmail.com

প্রবাসীদের অবদান

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। বর্তমানে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস রেমিট্যান্স, যার একটি উল্লেখযোগ্য অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রায় ৮ লাখ বাংলাদেশি অভিবাসীর কাছ থেকে। তারা শুধু অর্থ পাঠিয়েই নয়, বরং ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তার, স্থানীয় অর্থনীতিতে অবদান এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরছেন।

চিকিৎসক, প্রকৌশলী, গবেষক থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা—সবাই মিলে বাংলাদেশের বৈশ্বিক পরিচিতি ও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলছেন।

তাৎপর্য ও প্রতিক্রিয়া

বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগকে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের সম্মাননা প্রবাসীদের মনোবল বাড়াবে, নতুন উদ্যোগে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে।

প্রতিবছর ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং বাংলাদেশে জাতীয় প্রবাসী দিবস। এ দিবস প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অভিবাসন খাতের চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ সৃষ্টি করে।

👉 বিশেষজ্ঞদের ভাষ্যে, হাইকমিশনের এই পদক্ষেপ মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে থাকা বাংলাদেশিদের মর্যাদা ও আত্মপরিচয়কে আরও উজ্জ্বল করবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version