আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত জনগণ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় ও সন্ত্রাস করেছে। তাদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়নি, এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ দেশে যখন সরকার গঠন করেছে, তখনই দেশকে দুর্বৃত্তায়ন ও অপরাধের দিকে ধাবিত করেছে। যার জন্য সব সময় দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবারই বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা জনগণ বিচার করবে।’
আজ শুক্রবার বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাশিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়।
আবদুল আওয়াল বলেন, বগুড়া একসময় উত্তরাঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। আমরা মনে করি, বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ-সুবিধা বগুড়ার মানুষ পায়নি। ভবিষ্যতে বাংলাদেশে যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখন যেসব বিষয়ে বৈষম্য হয়েছিল, সেগুলো দূর করে এই বগুড়াকে আবারও শক্তিশালী ব্যবসার কেন্দ্রে পরিণত করা হবে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আওয়াল ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিনা কারণে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার বিচার হওয়া উচিত। যাঁরা অন্যায় করেছেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক, এ বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক। দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হলে বিনিয়োগ হবে, উৎপাদন বাড়বে ও শ্রমিকদের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ কাউন্সিলের সদস্য মাহাদী আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার, জয়নাল আবেদীন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. হাসানাত আলী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম প্রমুখ।
বিনা মূল্যে চিকিৎসাশিবিরের উদ্বোধনের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাজার মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন আবদুল আউয়াল।