শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ছাত্রদল।

বহিষ্কৃত দুই নেতা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন ও সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান ওরফে রাসেল।

আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘পুলিশের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আমরা দুজনকে সাময়িক বহিষ্কার করেছি। এ নিয়ে অধিকতর তদন্ত হবে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

আজ শুক্রবার ভোরে ছাত্রদলের সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেন অনুসারীরা। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পুলিশ রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ হোসাইনও মামলাটির আসামি।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল মোহাম্মদ হোসাইন ও রিয়াজুল হাসানকে সাময়িকভাবে বহিষ্কারের কথা জানায়। পাশাপাশি তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version