শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন সাঁওতাল হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী গাইবান্ধা শহরের নাট্য সংস্থার কার্যালয়ের সামনে গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আয়োজনে সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে তির-ধনুক, বাদ্যযন্ত্র ও বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে সাঁওতাল নারী-পুরুষেরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম। বক্তব্য দেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান, আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মণ, গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্ত্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী, আইনজীবী কুশলাশীষ চক্রবর্ত্তী, মানবাধিকারকর্মী মনির হোসেন, মোর্শেদ হাবীব, সাঁওতাল নেতা ব্রিটিশ সরেন, আইনজীবী ফারুক কবীর, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুরমু প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকলের কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে সাঁওতাল সম্প্রদায়ের শ্যামল, মঙ্গল ও রমেশ নিহত হন। আহত হন ২০ জন। এ ঘটনার পর থোমাস হেমব্রম বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তবে মামলার বিচার হওয়া তো দূরের কথা, মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দসহ অন্য আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবশ্য গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামি আবুল কালাম পলাতক। ঘটনার ৯ বছরেও তিন সাঁওতাল হত্যার বিচার হলো না।

৩ জানুয়ারি সাঁওতাল নেতা ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগকারী ও ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ওই দিন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তারা ব্রিটিশ সরেনের বৃদ্ধ মাকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় করা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি।

বক্তারা আরও বলেন, নির্যাতনের শিকার সাঁওতালরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। আহত ব্যক্তিরা উপযুক্ত চিকিৎসার অভাবে কেউ পঙ্গু হয়েছেন, আবার কেউ শরীরে গুলির ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। নতুন করে সাঁওতালদের বাড়িতে আক্রমণ করছে ভূমিদস্যুরা। সাহেবগঞ্জ বাগদাফার্ম আখ খামারের সাঁওতালদের ১ হাজার ৮৪২ একর পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি হয়নি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version