বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার অভিনয় দক্ষতা এবং ফ্যাশন সেন্সের জন্য এই সম্মাননা অর্জন করেছেন তিনি।

ফিল্মফেয়ারে এ বছরের বিশেষ পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে সেই সব শিল্পীদের যাদের ট্র্যাডিশনাল ফ্যাশন এবং সাংস্কৃতিক শিকড়কে তুলে ধরা হয়েছে তাদের কাজে। জয়া আহসান এই সম্মাননায় ভীষণ খুশি, এবং তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ পুরস্কারের মাধ্যমে শুধু জয়া আহসান নয়, পুরো বাংলাদেশের সিনেমা ও সাংস্কৃতিক দুনিয়া আরও একবার আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলো। ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কারটি জয়ার পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইলো।

জয়া আহসান তার সৌন্দর্য এবং ফ্যাশনের মাধ্যমে প্রমাণ করেছেন, বাংলাদেশি ট্র্যাডিশনাল ফ্যাশনকে বিশ্বমঞ্চে গর্বিতভাবে উপস্থাপন করা সম্ভব।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version