কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগের শুরুতেই আবারও গোল খেয়ে দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে। তবে এখান থেকেই শুরু হয় লিওনেল মেসির জাদু।
প্রথমার্ধের ৩৫তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। বিরতির পর ব্যবধান আরও বাড়ান ফেদেরিকো রেদোন্দো। এরপর ৮৪ মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় মায়ামি। সেখান থেকে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন মেসি।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে নিশ্চিত করে সেমিফাইনাল। মেসির এই নায়কোচিত পারফরম্যান্সে আরও একবার প্রমাণ মিলল—বড় মঞ্চে তিনিই বড় ভরসা।