ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আজ বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় এক হাজার শিক্ষার্থী সাতরাস্তা মোড় অবরোধ করেন। আন্দোলনকারীরা সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
- পদোন্নতি ও পদবি সংশোধন:
-
ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল।
-
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধ পদোন্নতির হাইকোর্ট কর্তৃক বাতিলকৃত রায় বাস্তবায়ন।
-
বিতর্কিত নিয়োগবিধি সংশোধন ও ২০২১ সালের রাতের আঁধারে দেওয়া নিয়োগ বাতিল।
-
ভর্তির বয়সসীমা ও কারিকুলাম উন্নয়ন:
-
যেকোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ বাতিল।
-
উন্নত মানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে চালু।
-
-
নিয়োগে বৈষম্য রোধ:
-
১০ম গ্রেডে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
-
-
কারিগরি শিক্ষায় দক্ষ জনবল নিশ্চিত:
-
কারিগরি শিক্ষাবহির্ভূত ব্যক্তিদের পরিচালক, উপসচিব, অধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ।
-
শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি।
-
-
স্বতন্ত্র মন্ত্রণালয় ও কমিশন গঠন:
-
স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা।
-
‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
-
-
উচ্চশিক্ষার সুযোগ:
-
উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
-
নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য ডুয়েটের অধীনে অস্থায়ী একাডেমিক কার্যক্রম চালুর দাবি।
-
শিক্ষার্থীরা জানান, বারবার দাবি জানানোর পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত রেখেছেন।