যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়ক এবং যাত্রাবাড়ী-কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এলাকায় আজ শনিবার একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া অভিযানস্থলে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
১০ কিলোমিটারজুড়ে ময়লা অপসারণ
ডিএসসিসির এই বিশেষ অভিযানের আওতায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তা ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
প্রশাসক শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, “মহাসড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন হওয়ায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা ছিল। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয়।”
তিনি আরও বলেন, “এই অভিযানের ফলে একদিকে যেমন যানবাহনচালক ও পথচারীরা স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবেন, অন্যদিকে পরিবেশ দূষণও অনেকাংশে হ্রাস পাবে।”
বর্ষা ও ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি
প্রশাসক শাহজাহান মিয়া জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে।
আগামী ২৩ এপ্রিল থেকে নগরের খাল ও ড্রেন উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।