মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২০ এপ্রিল ২০২৫, রোববার সকাল

আজ রোববার সকালে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটি দলটির প্রথম প্রকাশ্য কর্মসূচি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার হাতে একদল নেতা–কর্মী বিক্ষোভ করছেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’—এমন স্লোগান দেন।

জেলা আওয়ামী লীগের কোনো নেতা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘‘উপরে নির্দেশ ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’’

জিরো পয়েন্ট এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, ‘‘গাড়ি থেকে নেমেই হঠাৎ মিছিল করে পালিয়ে গেছেন তাঁরা। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা থাকায় ঘটনাটি দ্রুত ঘটে যায়। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে তৎপর রয়েছে।’’

খুলনায় হঠাৎ এই মিছিল নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে। বিশেষ করে সরকার পতনের পরপরই এ ধরনের কার্যক্রম ক্ষমতাসীন দলের মাঠে ফেরার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version