নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল ২০২৫, রোববার
সারা দেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।”
পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস
-
রোববার (২০ এপ্রিল): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
-
সোমবার (২১ এপ্রিল): একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
-
মঙ্গলবার (২২ এপ্রিল): ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দিন-রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়বে।
-
বুধবার (২৩ এপ্রিল): কেবল সিলেট বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
শনিবার রাত ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে এলেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে আগামী দিনগুলোতে গরমের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।