স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন
আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
এছাড়া কাতারের প্রটোকল বিভাগের প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু-ও তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে:
“আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”।
চার দিনের এই সফরে অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, শ্রমশক্তি, বাণিজ্য এবং শিক্ষাখাত সংশ্লিষ্ট সহযোগিতার বিষয় আলোচিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ এই সম্মেলনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁর এই সফর দ্বিপক্ষীয় কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।