নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হলো তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা। আরেকটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। ফলে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর আপত্তিকর প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ ওঠে হৃদয়ের বিরুদ্ধে। আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ভিন্নমত প্রদর্শন করায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৪ বছর বয়সী এই ব্যাটার অভিযোগ অস্বীকার করলেও শুনানিতে হাজির হননি।
এ কারণে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। রোববার বিসিবির এক বিবৃতিতেও আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
এর আগে তাওহিদ হৃদয়ের নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। নতুন করে ১ পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় ৮-এ, যা নিয়ম অনুযায়ী চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তিযোগ্য অপরাধ। এবং এই নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর হচ্ছে।
নিষেধাজ্ঞার পেছনে দীর্ঘ নাটক
হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আম্পায়ারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করা হয়।
পরবর্তীতে বিসিবির সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ ঘটনায় আবারও তার পুরোনো নিষেধাজ্ঞা সক্রিয় হলো।
ফলে লিগের ‘অলিখিত ফাইনাল’ হিসেবে বিবেচিত ম্যাচে, যেখানে মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী, সেখানে দলকে নেতৃত্ব দিতে পারবেন না হৃদয়। তার অনুপস্থিতি মোহামেডানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।