শুক্রবার, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এই সময়টা সবার জন্য অত্যন্ত আবেগপ্রবণ। তবে রাশিয়া সব প্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রপতি পুতিন দেশের স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছেন।”

যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বরাবরই ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন।” একই সঙ্গে তিনি মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন।

মস্কোর কৌশলী ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া

ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেন, “আমরা জানি এই মুহূর্তে আবেগ কাজ করছে, বিশেষ করে যারা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং শান্তি আলোচনায় জড়িত, তাদের মধ্যে। এই আবেগপ্রবণ প্রতিক্রিয়া স্বাভাবিক।” তিনি আরও বলেন, “যদিও ট্রাম্পের মন্তব্য একরকম কঠোর, তবুও আমরা এটিকে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখি এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি।”

যুক্তরাষ্ট্রকে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ

পেসকভ স্বীকার করেন, ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার সূচনায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আলোচনার প্রক্রিয়া শুরু করার মতো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জনে যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। এজন্য রাশিয়া সত্যিকার অর্থেই কৃতজ্ঞ।”

প্রেক্ষাপট: যুদ্ধ, আলোচনা ও আন্তর্জাতিক উত্তেজনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের শুরু থেকে চলমান। যদিও বিভিন্ন সময় শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজনৈতিক বিবৃতি ও পারস্পরিক অভিযোগ সেই প্রক্রিয়াকে বারবার থামিয়ে দিয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আবারো আলোচনার পরিবেশে উত্তাপ যোগ করলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version