‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে
প্রবাস বুলেটিন ডেস্ক | ১ জুলাই ২০২৫, রংপুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন হয় এই জিয়ারতের মধ্য দিয়ে।
“আন্দোলন থেমে যায়নি”— স্পষ্ট বার্তা
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে। আমরা কবর থেকে ঘোষণা করছি— আন্দোলন থেমে যায়নি। আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব। বাংলার ছাত্র, তরুণ ও জনতাকে আবারও রাজপথে আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “অনেকে মনে করেন, এটা শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল। আমরা মনে করি, এটি ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। ক্ষমতা হস্তান্তরের চেয়ে বড় ছিল জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”
বিচার না হওয়ায় হতাশা
জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন এনসিপি নেতৃবৃন্দ। নাহিদ বলেন, “আমরা এখনো দেখি না— গণহত্যার পূর্ণাঙ্গ বিচার হয়েছে, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে বা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে— আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
আন্দোলনের মোড় ঘুরেছিল ১৬ জুলাই
নাহিদ ইসলাম বলেন, “১৬ জুলাই যখন শহীদ আবু সাঈদের মৃত্যুর খবর শহীদ মিনার থেকে জানা যায়, সেদিন বাংলাদেশ শোকে কেঁপে উঠেছিল। সেই ঘটনার পর আন্দোলন ভিন্ন মোড় নেয়— লাখো তরুণ রাজপথে নেমে আসে।”
তিনি বলেন, “আমরা স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এবার আমাদের লক্ষ্য একটি দায়বদ্ধ, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।”
৬৪ জেলায় পদযাত্রা, ৩ আগস্ট ঢাকায় সমাবেশ
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় নেতাকর্মীরা দেশের ৬৪ জেলায় যাবেন, জনগণের সঙ্গে কথা বলবেন এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেবেন।
এনসিপি আহ্বায়ক ঘোষণা দেন, “পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র, কৃষক, শ্রমিকদের নিয়ে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রেক্ষাপট
২০২৪ সালের জুলাই মাসে তরুণদের নেতৃত্বে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলন থেকে উদ্ভূত জুলাই অভ্যুত্থান দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী শহীদ হন, যার মধ্যে অন্যতম হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।