নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন | ঢাকা, ২ জুলাই ২০২৫
আদালত অবমাননার মামলায় বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মামলার নথি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় শেখ হাসিনাকে উদ্দেশ করে “২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি”—এমন বক্তব্যের ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই বক্তব্য ট্রাইব্যুনালের মর্যাদা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
গত ৩০ এপ্রিল মামলার শুনানিতে ট্রাইব্যুনাল আসামিদের ২৫ মে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত দিনে তারা হাজির হননি বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যাও দেননি। ফলে পরদিন জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩ জুন তাদের সশরীরে উপস্থিত হতে বলা হয়। কিন্তু সেদিনও তারা অনুপস্থিত ছিলেন।
পরবর্তীতে ১৯ জুন এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে। মামলার শুনানি শেষে আজ দুই আসামির বিরুদ্ধে এই রায় দেন আদালত।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়। ক্ষমতা হারানোর পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রথম সাজা।