নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন
ফেনীর সোনাগাজী উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে ফের ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। টানা বর্ষণ ও তীব্র স্রোতের ফলে নবাবপুর, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নের বিভিন্ন স্থানে নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ধসে পড়েছে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। পাশাপাশি ঝুঁকিতে রয়েছে মসজিদ ও বসতবাড়িসহ অসংখ্য স্থাপনা। ফলে নদী পাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
তিনটি সড়ক ধসে পড়েছে, যানচলাচল বন্ধ
সরেজমিনে দেখা গেছে, নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর প্রবল স্রোতে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। অন্যদিকে, আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীরে ভাঙন বিস্তৃত হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন জানান, চরদরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার-চরমজলিশপুরের বদরপুর সড়ক এবং মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, স্থানীয়রা বিকল্প পথ না পেয়ে বিপাকে পড়েছেন।
অবৈধ বালু উত্তোলন ও প্রাকৃতিক দুর্যোগ দায়ী
স্থানীয়দের অভিযোগ, বড় ফেনী ও ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলায় নদীর গতিপথ বদলে গেছে এবং পাড় দুর্বল হয়ে পড়েছে। এছাড়া গত বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীন হয়ে যাওয়ায় নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে এখন জোয়ারের পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়ছে, বাড়ছে নদীভাঙনের ভয়াবহতা।
প্রশাসনের পদক্ষেপ
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, নদীভাঙন ও সড়ক ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, দপ্তরগুলোর কাজ শুরু হতে কিছুটা সময় লাগায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর ভাঙন অংশে মেরামতকাজ শুরু করা হয়েছে। ধসে পড়া সড়কগুলোও চলাচল উপযোগী করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।