নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন
নির্বাচনি প্রতীক ‘শাপলা’ তালিকা থেকে বাদ দেওয়ার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে গুরুতর প্রশ্নবিদ্ধ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসি যেই ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়। জাতীয় প্রতীকের বিষয়টি আমরা সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) সঙ্গে কথা বলেও তুলেছিলাম। জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, এটি একটি প্যাকেজ—যেখানে ধানের শীষ, তারকা—সবই রয়েছে। অথচ ধানের শীষ ও তারকা এখনো নির্বাচনি প্রতীক হিসেবে স্বীকৃত। তাহলে শাপলা প্রতীক বাদ দেওয়া হলে, একই যুক্তিতে অন্যান্য প্রতীকও বাদ পড়া উচিত।”
ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “ইসি নিরপেক্ষ আচরণ করছে না—এটা আমরা শুরু থেকেই বলে আসছি। এখন তা আরও স্পষ্ট হয়ে উঠছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যাচ্ছে। যদি এভাবে কমিশন কাজ চালিয়ে যায়, তাহলে তারা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ব্যর্থ হবে।”
এনসিপির দাবি—প্রতীক বাতিলের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা তৃণমূলে কাজ করছি, সারা দেশে এনসিপির পক্ষে একটি গণ-জোয়ার তৈরি হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে ইসি ব্যাখ্যা ছাড়াই ঘোষণা দিলো, ‘শাপলা’ প্রতীক আর ব্যবহার করা যাবে না। এটি পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করার চেষ্টা। কমিশনের কাছ থেকে আমরা আরও পরিষ্কার ব্যাখ্যার প্রত্যাশা করি। তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”