গোপালগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের ঘিরে একদল লাঠিসোঁটা সজ্জিত ব্যক্তিরা হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা চারদিক থেকে ঘিরে নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন। পরে এনসিপি নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে নিরাপদে এলাকা ত্যাগ করেন।
জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হামলার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো শহরে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, “হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে আমরা ঠিক উল্টো চিত্র দেখেছি।”
এর আগে বেলা পৌনে দুইটার দিকে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে যায়। পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে নিজেই পাশের আদালত চত্বরে সরে যান। তখন মঞ্চে থাকা এনসিপি নেতাকর্মীরাও দৌড়ে নিরাপত্তা নেন।
ঘটনার সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ও ব্যানার ভাঙচুর করে। পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা:
এই কর্মসূচিকে ঘিরে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে পরিদর্শনে যাওয়া সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। এ ঘটনায় তাঁর গাড়িচালক মোহাম্মদ হামিম আহত হন।
ইউএনও বলেন, “ঘটনাস্থল পরিদর্শনের পর ফেরার পথে কংশুরে আমাদের গাড়িতে হামলা করা হয়।”
প্রসঙ্গত:
১ জুলাই থেকে শুরু হওয়া এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে ঘিরে সারাদেশেই এনসিপি বিভিন্ন সমাবেশ ও প্রচারণা চালিয়ে আসছে।
উল্লেখযোগ্য:
এই সহিংস ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষকে দায়ী করা হয়নি।
সূত্র: প্রত্যক্ষদর্শী, এনসিপি নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম।
ছবি: সংগৃহীত