প্রতিবেদন: প্রবাস বুলেটিন ডেস্ক
২১ জুলাই ২০২৫, রোববার
গোপালগঞ্জে সম্প্রতি সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা আজ রাত আটটার পর থেকে আর বলবৎ থাকবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ রাত আটটার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”
এর আগে গতকাল শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ (রোববার) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার কথা জানানো হয়েছিল।
গোপালগঞ্জে এই উত্তেজনার সূচনা ঘটে গত ১৭ জুলাই (বুধবার), যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এরপর শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে জারি করা হয় ১৪৪ ধারা এবং সন্ধ্যা ৬টা থেকে কারফিউ। পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জে এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করেন। পরে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।
পরবর্তীতে পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় আরও একাধিকবার কারফিউর সময়সীমা বাড়ানো হয় এবং সর্বশেষ আজ (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল।
দ্রুতগতিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ রাত থেকে কারফিউ এবং ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।