রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। কিছু সময় পরই অজ্ঞাত কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ চত্বরের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাদমান রুহসিন বলেন, “বিমানটি সরাসরি আমাদের কলেজ ভবনের একটি অংশে এসে পড়ে। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
মাইলস্টোন কলেজের একজন পদার্থ বিজ্ঞানের শিক্ষক দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার সময় তিনি কলেজের ১০ তলা ভবনের নিচে অবস্থান করছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর কিছু শিক্ষার্থী ভবনের বিভিন্ন তলায় আটকা পড়ে যান। ওই শিক্ষক নিজেই একজন আহত শিক্ষার্থীকে বের করে আনেন বলে জানান। এছাড়া, আরও বেশ কয়েকজন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষককে দগ্ধ অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও পাইলটের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। আইএসপিআর জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।