ঢাকা, ২৩ জুলাই ২০২৫
— রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।
কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই সোমবার দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে আকস্মিকভাবে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে এবং আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। অনেকেই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার প্রকৃত তথ্য যাচাই, নিহত ও নিখোঁজদের তালিকা প্রস্তুত এবং পরিচয় শনাক্ত করার লক্ষ্যে গঠিত সাত সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি করা হয়েছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, শিক্ষার্থী প্রতিনিধি মারুফ বিন জিয়াউর রহমান এবং মো. তাসনিম ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এতে নিহত-আহত-নিখোঁজদের নাম, ঠিকানা ও পরিচয়ভিত্তিক পূর্ণ তালিকা সংযুক্ত থাকবে।
এদিকে বুধবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। ক্যাম্পাসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছাত্র-অভিভাবক ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) প্রশিক্ষণ যুদ্ধবিমান দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।