প্রবাস ডেস্ক | ২৪ জুলাই ২০২৫
মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশসহ ছয় দেশের ২২৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে রয়েছেন ৮৪ জন বাংলাদেশি নাগরিক। অভিযানের সময় তাদের কাছে বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২২ জুলাই) জোহরের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামক একটি নির্মাণ প্রকল্প সাইটে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ।
৬৬৪ জনের কাগজপত্র যাচাই, আটক ২২৫ জন
অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই, এমন ২২৫ জনকে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ কয়েকটি দেশের নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে।
এছাড়া, প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ শ্রমিক নিয়োগে জড়িত ছিলেন।
আইনি প্রক্রিয়ায় তদন্ত চলছে
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর একাধিক ধারায় তদন্ত চলছে:
-
ধারা ৬(১)(সি): বৈধ পাস বা পারমিট ছাড়াই অবস্থান।
-
ধারা ১৫(১)(সি): পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান।
-
ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩, রুল ১১(৭)(এ) ও ৩৯(বি): সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ও অনুমোদিত পেশার বাইরে কাজ করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আটক অভিবাসীদের রাখা হয়েছে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে, এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আটকের শঙ্কায় প্রবাসীরা উদ্বিগ্ন
এই ঘটনায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিজ্ঞরা বলছেন, ফ্রি পাস বা অস্থায়ী ভিসায় থাকা অনেক বাংলাদেশি সহজে প্রতারণার শিকার হন এবং বৈধতা হারিয়ে ফেলেন। এ ধরনের অভিযান বাড়তে থাকলে প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে।
প্রবাসীদের প্রতি সতর্কতা:
মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন মেনে চলা, বৈধ কাগজপত্র বহন ও নবায়নের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছে প্রবাসী সংগঠনগুলো।