প্রবাস ডেস্ক | ২৪ জুলাই ২০২৫
সৌদি আরবের মাহিল শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সাকিবুর রহমান (২৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে। নিহত সাকিবুর রহমান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মহুরীপাড়া এলাকার বাসিন্দা।
সাকিবুরের বড় ভাই সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ৬ জুন সৌদি আরবে পাড়ি জমান সাকিবুর। সেখানে গিয়ে তিনি গাড়ি চালানো শেখার চেষ্টা করছিলেন। গতকাল সন্ধ্যায় চালনা শেখার সময় হঠাৎ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁদের আরেক স্বজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে
এ বিষয়ে কথা হলে মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, “সাকিবুরের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। দেড় মাস আগেই সে দেশ ছেড়েছিল; এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
স্থানীয়দের মাঝে শোকের ছায়া
সাকিবুরের অকালমৃত্যুতে মহুরীপাড়া ও আশপাশের এলাকায় স্তব্ধতা ও শোকের আবহ বিরাজ করছে। প্রবাসে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়ে এভাবে প্রাণ হারানো পরিবার ও সমাজের জন্য এক গভীর বেদনার ঘটনা।
প্রবাসীদের প্রতি সতর্ক বার্তা:
নতুন প্রবাসীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রবাসী কল্যাণ সংগঠনগুলো।