স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন | ঢাকা | ২৮ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে এই তদন্ত কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মনোনীত অতিরিক্ত সচিবগণ, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং বিশিষ্ট আইনজীবী আশরাফ আলী।
তদন্ত কমিশনের কার্যপরিধি
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনকে ২১ জুলাইয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পেছনের কারণ ও দায়দায়িত্ব নিরূপণ করতে হবে। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ নিরীহ মানুষের জীবনহানি ও আহত হওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বলা হয়েছে।
এছাড়া বিমানবন্দরের সংলগ্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ভবন নির্মাণের যৌক্তিকতা, ফ্লাইং জোনের অবস্থানগত নিরাপত্তা, আইনি ও প্রশাসনিক অনুমোদনের যথার্থতা খতিয়ে দেখবে কমিশন। প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, দুর্ঘটনা প্রতিরোধ ও ভবিষ্যৎ জরুরি ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত সুপারিশও কমিশনের দায়িত্বের মধ্যে পড়বে।
চার সপ্তাহের সময়সীমা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্ত কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা তলব করতে পারবে। গঠনের তারিখ থেকে পরবর্তী চার সপ্তাহের মধ্যে কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত ও আহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।
তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন, সংশ্লিষ্ট সূত্র