📍 আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জুলাই ২০২৫
ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ২১ লাখ জনসংখ্যার উপত্যকাটিতে ভয়াবহ খাদ্য সংকটে ইতোমধ্যেই অনাহারে মারা গেছেন অন্তত ১৪৭ জন, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪ জনে। প্রতিদিন গড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। শুধু আজই (বিকেল সাড়ে ৬টা পর্যন্ত) ৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মারা গেছেন ১৯ জন।
ত্রাণ প্রবেশে বাধা, দুর্ভিক্ষের প্রান্তে গাজা
ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশে কিছুটা ছাড় দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (WFP)। সংস্থাটির একজন ঊর্ধ্বতন উপদেষ্টা রস স্মিথ বলেন, “আমরা যে পরিমাণ ত্রাণ অনুমতির জন্য চেয়েছিলাম, তা পাইনি। এই শতাব্দীতে এমন মানবিক সংকট আর দেখা যায়নি।”
WFP এবং ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) এর মতে, গাজায় প্রতি মাসে ৬২ হাজার টন খাদ্য দরকার হলেও মে মাসে পাঠানো হয়েছে মাত্র ১৯,৯০০ টন এবং জুনে ৩৭,৮০০ টন। এতে করে দুর্ভিক্ষের মুখে রয়েছে ৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
‘গণহত্যা’ অভিযোগ আন্তর্জাতিক মহলে
ইসরায়েলি বাহিনী দাবি করছে, তারা হামাস নির্মূল অভিযানে রয়েছে। তবে বাস্তবে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। মানবাধিকার সংস্থাগুলো একে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে। এমনকি সোমবার ইসরায়েলভিত্তিক দুটি মানবাধিকার সংস্থাও একই বিবৃতি দিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “ইসরায়েল গাজায় যে নির্বিচার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা সম্পূর্ণরূপে অসহনীয়। পাশাপাশি তারা পশ্চিম তীরকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধভাবে বিচ্ছিন্ন করছে।”
দ্বিরাষ্ট্রীয় সমাধানের উদ্যোগ ও কূটনৈতিক প্রতিক্রিয়া
মানবিক বিপর্যয়ের মধ্যেই সোমবার জাতিসংঘের উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে সম্মেলন শুরু হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্রীয় কাঠামো।”
একইদিনে নেদারল্যান্ডস সরকার ঘোষণা দিয়েছে, গাজা পরিস্থিতির প্রতিবাদ জানাতে তারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করবে। একই সঙ্গে ইসরায়েলি দুই মন্ত্রী বেন-গভির ও বেজালাল স্মতরিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
✍ রিপোর্ট: প্রবাস বুলেটিন আন্তর্জাতিক ডেস্ক
📌 তথ্যসূত্র: গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘ, ডব্লিউএফপি, আইপিসি, বিডিনিউজ, রয়টার্স