📅 প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ | প্রবাস বুলেটিন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে দেশের প্রায় সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
এনবিআর জানায়, আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে নতুন করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে করদাতারা এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।
বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) করদাতার সংখ্যা প্রায় এক কোটি ১২ লাখ। কিন্তু এদের মধ্যে মাত্র ৪০ লাখের মতো নিয়মিত রিটার্ন দাখিল করে থাকেন। এনবিআর আশা করছে, বাধ্যতামূলক এই অনলাইন প্রক্রিয়ায় রিটার্ন দাখিলের হার উল্লেখযোগ্য হারে বাড়বে।
ব্যতিক্রম রাখা হয়েছে যাদের জন্য
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও কয়েকটি শ্রেণির করদাতাকে কাগুজে রিটার্নের সুযোগ দেওয়া হয়েছে। এরা হলেন:
-
৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা
-
শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)
-
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
-
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা
এই শ্রেণির করদাতারা চাইলে আগের মতো কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
বিশেষ পরিস্থিতিতে কাগুজে রিটার্নের সুযোগ
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে যেসব করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা ৩১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
কীভাবে কর পরিশোধ করবেন
করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেই কর পরিশোধ সম্ভব।
এছাড়া করদাতারা যেন কোনো কারিগরি সমস্যায় না পড়েন, সেজন্য এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে।
পটভূমি
গত করবর্ষে নির্দিষ্ট কিছু শ্রেণির জন্য (যেমন: নির্দিষ্ট এলাকার করদাতা, ব্যাংক কর্মকর্তা ও বহুজাতিক কোম্পানির কর্মচারী) পরীক্ষামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
এবার এনবিআর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারাদেশে এই পদ্ধতি বাধ্যতামূলক করেছে।
🔗 বিস্তারিত তথ্য ও রিটার্ন দাখিলের জন্য ভিজিট করুন:
👉http://www.incometax.gov.bd