📅 প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ | প্রবাস বুলেটিন ডেস্ক
‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আজ (রোববার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে দলটি।
🔹 গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঐতিহাসিক সমাবেশ
সমাবেশের আগের রাতে (শনিবার) এনসিপির শীর্ষ নেতারা একাধিক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
-
ভিডিও বার্তায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম,
-
মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল)
-
ও সারজিস আলম (উত্তরাঞ্চল)।
পৃথক বার্তা দেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
🔹 নেতাদের ভাষ্যে ‘নতুন রাষ্ট্র গঠনের’ দিকনির্দেশনা
হাসনাত আব্দুল্লাহ বলেন,
“২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণায় ফ্যাসিবাদের পতন ঘটেছিল। কিন্তু নতুন রাষ্ট্রের যাত্রা এখনও পূর্ণ হয়নি—সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি।”
সারজিস আলম জানান,
“জুলাই পদযাত্রায় ৬৪টি জেলা ঘুরে মানুষের কথা শুনে আমরা আমাদের ইশতেহার সাজিয়েছি।”
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“জুলাই কোনো সমাপ্তি নয়, ছিল একটি সম্ভাবনার সূচনা। নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন পূরণে এই সমাবেশে আমরা আগামীর রাষ্ট্রকল্প ঘোষণা করব।”
তিনি আরও যোগ করেন,
“আমরা যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মর্যাদাসম্পন্ন বাংলাদেশ কল্পনা করি—সেই স্বপ্নের রূপরেখা আজকের সমাবেশে তুলে ধরা হবে।”
🔹 তরুণদের প্রতি আহ্বান
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন,
“৩ আগস্টের এক দফার ঘোষণার পূর্তিতে আজ আমরা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছি। সবাইকে শহীদ মিনারে আমন্ত্রণ জানাই।”
🔹 সমাবেশে মূল লক্ষ্য
-
জুলাই ঘোষণাপত্র ও সনদের পুনরায় দাবি উত্থাপন
-
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
-
আগামী বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা ও নাগরিক প্রত্যাশার প্রতিফলন
-
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বৈষম্যহীন সমাজ গঠনে ‘দায় ও দরদের রাজনীতি’র রূপরেখা উপস্থাপন