প্রকাশকাল: ৬ আগস্ট ২০২৫ | রিপোর্ট: প্রবাস বুলেটিন স্পোর্টস ডেস্ক
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের আগে একপ্রকার ‘ড্রেস রিহার্সেল’ বলা যায় এই ম্যাচকে। ফাইনাল নিশ্চিত করা দুই দল—বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপপর্বের লড়াইয়ে বোলারদের দাপটে বাজিমাত করলো লাল-সবুজের যুবারা।
মঙ্গলবার (৬ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরু থেকেই প্রোটিয়ারা পড়ে যায় চরম বিপর্যয়ে। ইনিংসের প্রথম ১২ ওভারের মধ্যেই মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারায় তারা।
ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা
-
দলীয় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
-
শেষদিকে বান্দিলে এমবাথা লড়াই করে দলকে কিছুটা টেনে তোলেন।
-
৫৯ বলে ৩৯ রান করেন এমবাথা, পল জেমসের ব্যাট থেকে আসে ৩৩ রান।
সিরিজে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বাংলাদেশ দল আজও বল হাতে ছিল আক্রমণাত্মক। বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার ৩৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া আল ফাহাদ ও সামিউন বশির নেন ২টি করে উইকেট।
বাংলাদেশের সম্ভাবনা
ত্রিদেশীয় সিরিজে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। ফাইনালের আগে এমন আত্মবিশ্বাস দলের জন্য বড় ইতিবাচক ইঙ্গিত। সঞ্জিত মজুমদার ও পেস আক্রমণের ধার আজকের ম্যাচে প্রতিপক্ষকে জবাব দিতে দেয়নি।
শেষ কথা:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই জয়ে তারা ফাইনালের জন্য মানসিকভাবে আরও প্রস্তুত হয়ে উঠলো। এখন দেখার পালা, ফাইনালে আবারও কি দক্ষিণ আফ্রিকাকে এভাবে দাপট দেখাতে পারে লাল-সবুজের যুবারা?