প্রকাশকাল: ৬ আগস্ট ২০২৫ | সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
সোমবার (৪ আগস্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার Leadership Foundation কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ, সামাজিক অগ্রগতি এবং শিক্ষামূলক উন্নয়নসহ নানাবিষয়ে মতবিনিময় করেন দুই প্রজন্মের এই দুই প্রভাবশালী নেতা।
সাক্ষাৎকারের প্রধান দিকনির্দেশনা:
-
ড. শোয়াইব আহমদ শতবর্ষে পদার্পণ উপলক্ষে মাহাথির মোহাম্মদকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
-
মাহাথির ড. শোয়াইবের আন্তর্জাতিক অঙ্গনে অবদানের প্রশংসা করেন এবং মুসলিম ঐক্য ও মানবিক ন্যায়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
-
ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে মাহাথির মোহাম্মদের অবস্থানকে ‘সাহসিকতার প্রতীক’ হিসেবে অভিহিত করেন ড. শোয়াইব।
-
উভয় নেতাই মুসলিম বিশ্বে ন্যায়বিচার, ঐক্য এবং কল্যাণমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
ড. শোয়াইব আহমদ বলেন,
“ড. মাহাথির নিছক একজন রাজনীতিবিদ নন; তিনি মানবতার কণ্ঠস্বর এবং মুসলিম বিশ্বের অভিভাবক। তাঁর দূরদর্শিতা আমাদের জন্য প্রেরণাদায়ক।”
সাক্ষাৎ শেষে মাওলানা শোয়াইব আহমদ Leadership Foundation-এর গ্যালারিতে মাহাথির মোহাম্মদকে নিয়ে নির্মিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
📌 সম্পাদকের মন্তব্য:
এই সাক্ষাৎ আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম নেতৃত্বের পারস্পরিক সংযোগের এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের ধর্মীয় নেতাদের এমন উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামাজিক অংশগ্রহণ প্রবাসী মুসলমানদের জন্যও গর্বের বিষয়।