নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১০০-এর বেশি সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু ও মিট হ্যামারসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাতে নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোরোকারীজ এবং স্বপন মিয়ার থ্রী ডট ক্রোকারিজ নামের দোকানে অভিযান চালানো হয়। এসময় রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানের পর রাত ১১টার দিকে মোহাম্মদপুরে সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সংলগ্ন ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ‘ডেয়ারিং টাইগার্স’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ বলেন—
“এ ধরনের অস্ত্র কিশোর গ্যাংয়ের শোডাউনে প্রায়ই দেখা যায়। একটি সংঘবদ্ধ চক্র সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র সরবরাহ করছে। নিউ মার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এসব উদ্ধার করা হয়েছে।”
তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকুন। অনেকেই শখ বা স্যুভেনির হিসেবে এগুলো সংগ্রহ করেন, কিন্তু বাস্তবে সন্ত্রাসীরা ব্যবহার করছে। এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে—এ প্রবণতা যেকোনোভাবে বন্ধ করতে হবে।”
কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন—
“ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ অবৈধভাবে ধারালো অস্ত্রের ব্যবসা করলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই অভিযান চলমান থাকবে।