পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের ডাকা পরবর্তী সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২৮ জানুয়ারি দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে চতুর্থ দফা এই সংলাপ হওয়ার কথা।
সরকারের আলোচক দলের মুখপাত্র উচ্চকক্ষ সিনেটের সদস্য ইরফান সিদ্দিকী বলেন, সংলাপে পিটিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে অংশ না নেওয়ার বিষয়ে পিটিআই লিখিতভাবে কিছু জানায়নি।
এদিকে কোনো ধরনের সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান সাংবাদিকদের বলেন, চতুর্থ দফায় ২৮ জানুয়ারির সংলাপে অংশ নেবে না তাঁদের দল। এর আগে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে ১৪ বছর আর তাঁর স্ত্রী বুশরা বিবিকে সাত বছর কারাদণ্ড দেওয়ার পর সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী।